| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল হাটহাজারী মাদরাসায় হামলা; তীব্র নিন্দা ইসলামী দলগুলোর


হাটহাজারী মাদরাসায় হামলা; তীব্র নিন্দা ইসলামী দলগুলোর


রহমত নিউজ     08 September, 2025     11:13 AM    


গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের হাটহাজারীতে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা বিদ্যাপীঠ দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় হামলা চালায় কথিত সুন্নীরা। এতে বহু মাদরাসাছাত্র আহত গুরুতর আহত হয়। এই তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইসলামী রাজনৈতিক দলসমূহ। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ : 

রোববার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হাটহাজারী মাদরাসায় হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মবার্ষিকি মানবতার জন্য একটি শুভ সূচনা। আমরা এইদিনের আনন্দে উদ্বেলিত। কিন্তু পালন করার রীতি ও প্রথা কি হবে তা নিয়ে নানা মতভেদ আছে। একই রকমভাবে ইসলামে এর ব্যাখ্যা নিয়েও নানামত আছে। কিন্তু সেগুলোকে কেন্দ্র করে উম্মাহর মধ্যে ফাটল তৈরি করা এবং উম্মাহর একটা অংশকে শক্র জ্ঞান করার মতো যে মানসিকতা তৈরি হয় তা ভয়ংকর একই সাথে ইসলামের চেতনা বহির্ভুত। গতকাল হাটহাজারী মাদরাসার উপরে যেভাবে হামলা করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

তিনি বলেন, হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ যে, তারা কুশলতা ও দ্রুততার সাথে উত্তেজনা কমিয়ে আনতে চেষ্টা করেছেন এবং কোন উস্কানীতে পা দেয়া থেকে শিক্ষার্থীদের বিরত রেখেছেন। 

বাংলাদেশ খেলাফত আন্দোলন : 

চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় সুন্নীদের হামলার ঘটনায় আওয়ামীলীগ জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন।

রোববার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম ও মতাদর্শের মানুষ অত্যন্ত শান্তিপুর্ণ ভাবে বাংলাদেশে বসবাস করে আসছে। কিন্তু বর্তমানে তৃতীয় একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিগত জুলাই গণঅভ্যুত্থানের পর পতিত সরকারের সুবিধা ভোগী দালালরা গোপনে যে কোনো প্রোগ্রামে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ঝগড়া বাঁধিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করে যাচ্ছে। মাজার পন্থী সুন্নি নামের বেদাতিদের অধিকাংশই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলের লোক। আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর গভীর ষড়যন্ত্র চলছে।

তিনি অবিলম্বে হাটহাজারী মাদরাসার ছাত্রদের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের নিকট জোর দাবি জানিয়ে বলেন,বিশৃঙ্খলা যে নামেই হোক বরদাস্ত করা হবে না। সাংস্কৃতির নামে অপসাংস্কৃতি,ধর্মের নামে যেকোন ধরনের শিরক,বিদায়াত ও অসামাজিক কার্যকলাপ ৯২ভাগ মুসলমানদের বাংলাদেশে চলতে দেয়া হবে না।

জমিয়তে ‍উলামায়ে ইসলাম বাংলাদেশ : 

রোববার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে হাটহাজারী মাদরাসায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে দলের মহাসবিচ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, চট্টগ্রাম হাটহাজারীতে মাদ্রাসা ছাত্র ও ধর্মপ্রাণ মুসলমানদের উপর হামলার ঘটনারও আমরা তীব্র নিন্দা এবং দোষীদেরকে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাই।

বাংলাদেশ জামায়াতে ইসলামী : 

চট্টগ্রামের হাটহাজারীতে মসজিদ ও মাদরাসাকে অবমাননা এবং সন্ত্রাসী হামলা চালিয়ে শতাধিক ছাত্রকে মারাত্মকভাবে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ৬ সেপ্টেম্বর (শনিবার) রাত ৮টার দিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের র‌্যালি হাটহাজারী মাদরাসার সামনে দিয়ে যাওয়ার পথে আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক মসজিদ ও মাদরাসার দিকে আঙুল তুলে ‘অশোভন অঙ্গভঙ্গি’ করে এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এই আপত্তিকর ঘটনায় মাদ্রাসার ছাত্ররা সংক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা তাদের ওপর নৃশংস হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় হাটহাজারী মাদ্রাসার শতাধিক ছাত্র গুরুতরভাবে আহত হয়। আমি এই সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। 

খেলাফত মজলিস :

হাটহাজারী মাদরাসায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস।

রোববার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সুন্নী নামধারী কতিপয় সন্ত্রাসী কর্তৃক দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের উপর হামলার ঘটনায় দেড় শতাধিক মাদ্রাসা ছাত্র আহত হয়। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সুন্নী নামধারীদের আয়োজিত জশনে জুলুসে অংশগ্রহণকারী এক যুবক কর্তৃক ফেসবুকে দেওয়া ছবি সহ উস্কানীমূলক পোস্টের জের ধরে যে ভয়াবহ হামলা ও রক্তাক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

বাংলাদেশ খেলাফত মজলিস : 

চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

রোববার (৭ সেপ্টেম্বর) এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হাটহাজারী মাদ্রাসা শুধু চট্টগ্রাম নয়, সমগ্র বাংলাদেশে ইসলামী শিক্ষা, ঐতিহ্য ও আন্দোলনের অগ্রণী কেন্দ্র। বিগত ফ্যাসিবাদী দুঃশাসনসহ দেশীয় ও আন্তর্জাতিক প্রতিটি অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে এ মাদ্রাসার অবদান সর্বজনবিদিত। এমন একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় শতাধিক ছাত্র আহত হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তারা বলেন, আমরা লক্ষ্য করছি—এই হামলাকারীদের সুস্পষ্ট রাজনৈতিক পরিচয় রয়েছে। তাদের কার্যকলাপ ছিল পরিকল্পিত উস্কানি ছাড়া কিছুই নয়। মসজিদ-মাদ্রাসা ও দ্বীনি প্রতিষ্ঠানসমূহে আঘাত করা মানে দেশের মুসলমানদের ঈমানি আবেগকে আহত করা। এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং জাতির আত্মপরিচয়ের ওপর আঘাত।